ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী কে? এই প্রশ্নের উত্তর পেতে বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর লিটন দাসে মিলেছে সে উত্তর। ওয়ানডে ক্রিকেটে তামিমের ওপেনিং সঙ্গী এখন লিটনই। দুজনের যুগলবন্দীতে উদ্বোধনী জুটিতে এসেছে ধারাবাহিকতা। এখন পর্যন্ত ৩০ ইনিংসে একসঙ্গে ব্যাট করেছেন দুজন, এ জুটি রান তুলেছেন ৩৯.২৫ গড়ে। এ সময় উদ্বোধনী জুটি থেকে এসেছে ৩টি ব্যক্তিগত সেঞ্চুরি ও ৫টি ফিফটি। এ বছরের ওয়ানডে বিশ্বকাপেও ওপেনিংয়ে বাংলাদেশ দলের প্রথম পছন্দ এই দুজনই।
কিন্তু দুই ওপেনারের সঙ্গে একজন ‘ব্যাকআপ’ও রাখতে হয়। সেই ‘ব্যাকআপ’ ওপেনার কে হবেন? ১০ দলের রাউন্ড রবিন পদ্ধতির বিশ্বকাপের লিগ পর্বে টানা ৯টি ম্যাচ খেলতে হবে। এতে করে চোটে পড়ার ঝুঁকিও থাকছে। সে ক্ষেত্রে বেঞ্চের শক্তি গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে।
আরো পড়ুন:অসহায় প্রতিবন্ধী শিশুর স্কুল রক্ষার দাবিতে কেরানীগঞ্জ অটিস্টিক বিদ্যালয় অভিভাবকরা মানববন্ধন ও অনশন করেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে রনি তালুকদার একটা ম্যাচে ওপেন করেছেন তামিমের সঙ্গে । চেমসফোর্ডের সেই ম্যাচেই ওয়ানডে অভিষেক হয় রনির। আউট হয়ে গিয়েছিলেন মাত্র ৪ রান করে।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম শেখও আছেন ‘ব্যাকআপ’ ওপেনার হিসেবে আলোচনায়। নির্বাচকদের খাতায় আছে প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করা এনামুল হকের নামও। এঁদের মধ্যে কাকে বেছে নেন নির্বাচকেরা, সেটাই এখন দেখার বিষয়।
আপাতত রনির ওপরই নজরটা বেশি। কয়েক দিন পরই বাংলাদেশে অতিথি হয়ে আসছে আফগানিস্তান দল। ঘরের মাঠে ওদের বিপক্ষে একটা টেস্টের পরই শুরু হবে ওয়ানডে সিরিজ। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচে সুযোগ পাওয়া রনিকে হয়তো আফগানিস্তানের বিপক্ষেও ওয়ানডে সিরিজে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। সিরিজটি যে তাঁর জন্য বিশ্বকাপের ‘অডিশন’, রনিও এটা জানেন, ‘বিশ্বকাপ খেলার স্বপ্ন কার না থাকে। আমারও আছে। তবে আপাতত আমি আফগানিস্তান সিরিজ নিয়েই ভাবছি। আয়ারল্যান্ডে যে ম্যাচটা খেলেছি, সেটায় খুব ভালো করতে পারিনি। কিছু ঘাটতি ছিল। সেটা নিয়ে কাজ করছি।’ নিজের ব্যাটিং নিয়েই রনির যত ভাবনা, দলে তৃতীয় ওপেনার হওয়ার প্রতিযোগিতা তাঁকে স্পর্শ করছে না খুব একটা, ‘আমি চাপ নিই না। আমি শুধু খেলা নিয়েই ভাবছি।’
উৎস:প্রথম আলো