মেসিকে শুভকামনা জানালেন নেইমার

আগে থেকেই গুঞ্জন ছিল চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি। সেই গুঞ্জনকে সত্যি করে মেসির ক্লাব ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন পিএসজি কোচ কোচ ক্রিস্টোফে গালটিয়ের।

শনিবার (০৩ জুন) আঁ-তে ক্লেরমেঁর বিপক্ষে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। পরবর্তী গন্তব্যের জন্য মেসিকে শুভকামনা জানিয়েছেন তার ক্লাব সতীর্থ নেইমার।

আরো পড়ুন:অসহায় প্রতিবন্ধী শিশুর স্কুল রক্ষার দাবিতে কেরানীগঞ্জ অটিস্টিক বিদ্যালয় অভিভাবকরা মানববন্ধন ও অনশন করেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। 

রোববার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেসির সঙ্গে ছবি শেয়ার করে নেইমার লিখেন, ‘ভাই.. আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আপনার সঙ্গে আরও ২ বছর ভাগ করে নিতে পেরে আনন্দিত। আপনার নতুন পর্যায়ের জন্য শুভকামনা এবং ভালো থাকবেন। আমি আপনাকে ভালোবাসি।’

এর আগে বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার। চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়তে পারেন নেইমারও।

উৎস:ইত্তেফাক