ফেসবুকে করোনা টিকা নিয়ে ভুয়া পোস্ট নিষিদ্ধ

নিজেদের প্ল্যাটফর্মে করোনাভাইরাস এবং এর প্রতিষেধক নিয়ে করা ভুয়া তথ্যের পোস্টগুলো ডিলিট করে দেবে ফেসবুক। বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যমটি সম্প্রতি এই ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি একটি ব্লগ পোস্টে বলেছে, নির্দিষ্ট কিছু পোস্টের জন্য এটি প্রযোজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে বেশ কিছু পোস্টের নমুনাও তারা দিয়েছে।

এসবের মধ্যে আছে—কভিড-১৯ মানবসৃষ্ট, করোনা থেকে বাঁচার জন্য এটির প্রতিষেধক তৈরি করা হয়নি, প্রতিষেধক নেওয়ার চেয়ে করোনায় আক্রান্ত হওয়া বেশি নিরাপদ, করোনার প্রতিষেধক বিষাক্ত, বিপজ্জনক এবং অটিজমের কারণ হতে পারে।

ফেসবুক বলছে, অবিলম্বে এই নতুন নীতির বাস্তবায়ন শুরু হবে। এর পরও যদি ফেসবুকের কোনো গ্রুপ বা অ্যাকাউন্ট এ ধরনের পোস্ট বারবার করে তাহলে সেই গ্রুপ বা অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে।

সূত্র : ম্যাশেবল