মেসিকে পেতে ইন্টার মায়ামির সাহায্য চায় বার্সেলোনা

লিওনেল মেসি পিএসজি ছাড়লে তাঁর সম্ভাব্য গন্তব্য কোথায় হতে পারে, এ নিয়ে কানাঘুষার মধ্যে যে কয়টি ক্লাবের নাম এসেছে, তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। মেসিকে দলে টানার আর্থিক সঙ্গতি এই ক্লাবের আছে। এরই মধ্যে মেসিকে তারা প্রস্তাবও দিয়েছে। মেসি সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা নিয়ে পরিষ্কারভাবে কিছু জানা না গেলেও বার্সেলোনা নাকি মেসিকে পেতে মায়ামির সাহায্য চাচ্ছে।

মেসিকে নিয়ে নানামুখী খবর এখন দলবদলের বাজারে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, মেসিকে দলে নিতে বার্সেলোনা আসলে ইন্টার মায়ামির সঙ্গে একটা কনসোর্টিয়ামে যেতে চাচ্ছে। বার্সেলোনার ইচ্ছা হলো, মেসিকে ইন্টার মায়ামি ফ্রি এজেন্ট হিসেবে সই করাবে ঠিকই, কিন্তু তারা তাঁকে বার্সেলোনায় পাঠিয়ে দেবে ধারে। বার্সেলোনা মূলত মেসিকে দলে নেওয়ার ব্যাপারে নিজেদের সীমিত সামর্থ্যের কারণেই এমনটা করতে চাচ্ছে।

আরো পড়ুন:অসহায় প্রতিবন্ধী শিশুর স্কুল রক্ষার দাবিতে কেরানীগঞ্জ অটিস্টিক বিদ্যালয় অভিভাবকরা মানববন্ধন ও অনশন করেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। 

এ ব্যাপারে আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক সিজার লুই মারলো এক প্রতিবেদনে লিখেছেন, মায়ামি এরই মধ্যে মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। তবে ক্লাবটির বার্সেলোনার প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ নেই। এর মধ্যে অন্য প্রশ্নও উঠছে। লিওনেল মেসি কি তাহলে সৌদি আরবের ক্লাব আল হিলালেই যোগ দিতে যাচ্ছেন? ফুটবল সাময়িকী ফোরফোরটু দাবি করেছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক আল হিলালের ১০০ কোটি পাউন্ডের চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন।

ফোরফোরটু জানিয়েছে, মেসির বাবা হোর্হে মেসি, যিনি ছেলের এজেন্ট হিসেবে কাজ করেন, তিনি আল হিলালের এই প্রস্তাব গ্রহণ করেছেন। মেসির বাবাই প্রথমে এএফপির খবরটি অস্বীকার করে টুইট করেছিলেন। মেসি যদি আল হিলালের এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে তিনি খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদ হবেন। গত জানুয়ারিতে বাৎসরিক ২০ কোটি ডলারে সৌদি আরবের আরেক ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি আল হিলালে যোগ দিলে সৌদি আরবের লিগে পাঁচ বছর পর আবারও মেসি–রোনালদো দ্বৈরথের সূচনা হবে।

তবে মেসিকে এখনো পাওয়ার আশা করে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনার পক্ষে পুরো ব্যাপারটি এখন যথেষ্ট কঠিন। মেসির সৌদি আরবের প্রস্তাবটা এত বিশাল অঙ্কের, যেটার পাল্টা কোনো প্রস্তাব দেওয়ার ক্ষমতা বার্সার নেই। বার্সেলোনা যদি এখন মেসিকে পেতে চায়, তাহলে সেটি পুরোপুরি নির্ভর করছে মেসির নিজের আঁতুরে ফেরার টানের ওপর।

উৎস:উৎস