নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােডের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ মে এর পরিবর্তে ১৪ মে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
বুধবার (১১ মে) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব রাশিদা আক্তার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অনিবার্য কারণবশত ১২ মে এর পরিবর্তে ১৪ মে সকাল ১০টা থেকে উত্তোলন/ডাউনলােড করা যাবে।